| |
               

মূল পাতা আন্তর্জাতিক ডিসেম্বরে ভারতের মহারাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন ৪৩ বাংলাদেশি


ডিসেম্বরে ভারতের মহারাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন ৪৩ বাংলাদেশি


আন্তর্জাতিক ডেস্ক     01 January, 2025     07:21 PM    


২০২৪ সালের ডিসেম্বরে ভারতের মহারাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন ৪৩ বাংলাদেশি। এছাড়াও দিল্লিতে পুলিশের সন্ত্রাসদমন শাখার (এটিএস) অভিযানে গ্রেপ্তার হয়েছেন আরও ২৫ জন। একই সাথে আরও ১৭৫ জন বাংলাদেশিকে অবৈধ অভিবাসী সন্দেহে চিহ্নিত করেছে পুলিশ।

বুধবার (১ জানুয়ারি) ভারতীয় গণমাধ্যম সংবাদপ্রতিদিনের প্রতিবেদনসূত্রে এসব তথ্য জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে অশান্তির আবহে ডিসেম্বর মাসে মহারাষ্ট্রে গ্রেপ্তার ৪৩ জন বাংলাদেশি। মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস) একাধিক অভিযান চালিয়ে পাকড়াও করেছে অবৈধ অভিবাসীদের। ইতোমধ্যে এই বিষয়ে ১৯টি পৃথক মামলা রুজু হয়েছে।

মহারাষ্ট্র পুলিশ সূত্রে খবর, গত চার দিন ধরে মুম্বই, ছত্রপতি শম্ভাজিনগর, নাসিক এবং নান্দেডে অভিযান চালিয়ে এক মহিলাসহ ৯ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছে বৈধ নথি না থাকার কারণেই তাদের গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ভুয়া নথি তৈরিরও অভিযোগ উঠেছে। নতুন করে এই গ্রেফতারের ঘটনার পর মহারাষ্ট্রে এক মাসে বাংলাদেশি আটকের সংখ্যা দাড়িয়েছে ৪৩ জনে।

প্রতিবেদনে আরও বলা হয়, দিল্লিতে অবৈধ অভিবাসী নিয়ে সম্প্রতি এক নির্দেশনা জারি করেছে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের সচিবালয়। এরপর বাংলাদেশিদের খুঁজে বের করতে স্থানীয় থানাগুলির পুলিশকর্মী এবং অন্য আধিকারিকদের নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। তারা বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ শুরু করেছেন। এখনও পর্যন্ত দিল্লিতে প্রায় ১৭৫ জন বাংলাদেশিকে অবৈধ অভিবাসী সন্দেহে চিহ্নিত করেছে পুলিশ। তাদেরকেও ওপারে ফেরানোর চেষ্টা হবে।